01711278958 goloramadrasha@gmail.com EIIN :111024

গোলড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

সুপারিনটেনডেন্ট মহোদয়ের বাণী

 

বিস মিল্লাহির রাহমানির রাহিম

সমস্ত প্রসংশা সেই রাব্বুল আলামীন এর দরবারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন  যা আমরা জানতাম না। দূরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রতি যাকে সৃষ্টি না করলে আল্লাহ তায়ালা কিছুই সৃষ্টি করতেন না।

প্রিয় সূধী,

আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।

আপনাদের একটি বিষয় জানা আছে, এদেশে দু’টি শিক্ষা ব্যবস্থা চালু আছে, একটি সাধারণ শিক্ষা ব্যবস্থা যেটা শুধুই দুনিয়ামূখী আর অন্যটি মাদরাসা শিক্ষা ব্যবস্থা দুনিয়ার বিষয়ে অবলম্বন করলেও তা আখেরাতমূখী। দুনিয়া আমাদের স্থায়ী নিবাস নয়। আমাদেরকে অবশ্যই মৃত্যু বরণ করতে হবে। তাই পরকালীন সম্বল অর্জন করাই বুদ্ধিমানের কাজ। প্রতিষ্টানটি দ্রুত জ্ঞান বিজ্ঞানের উন্নতি লাভ করেছে আর  তথ্য-প্রযুক্তিতে লাভ করেছে আকাশ ছোয়া সাফল্য। বর্তমান এই শিক্ষাকে এড়িয়ে চলার উপায় নাই। ইসলামের মূল শিক্ষার পাশাপশি জাগতিক শিক্ষা তথা জ্ঞান-বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার সমন্বয়ে রচনা করা হয়েছে।

আমরা চাই এদেশের প্রতিটি নাগরিক কোরআন-হাদীসের শিক্ষায় শিক্ষিত হোক, ইসলামী জ্ঞান-বিজ্ঞান সমৃদ্ধ নৈতিক চরিত্রবান ও আদর্শবান, সৎ ও যোগ্য হয়ে বাংলাদেশের সম্পদের পরিণত হোক। আপনাদের প্রাণপ্রিয় অত্র গোলড়া ইসলামিয়া দাখিল মাদরাসার সকল শিক্ষক, পরিচালনা কমিটি সবাই সেই চেষ্টাই করে যাচ্ছে। আল্লাহ তায়ালা সাবার প্রচেষ্টাকে কবুল করুন। (আমিন)

মো. লিয়াকত হোসেন

সুপারিনটেনডেন্ট

গোলড়া ইসলামিয়া দাখিল মাদরাসা

সাটুরিয়া,মানিকগঞ্জ।

বই

দর্শক